এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড সুপারস্টার সালমান খানের রাগী স্বভাব এবং শুটিং সেটে তাঁর নানা কাণ্ডকারখানা নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার সেই বিষয়েই এক ভয়ংকর এবং চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় মারাঠি ও হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অশোক সারাফ। তিনি দাবি করেছেন, ১৯৯২ সালে ‘জাগৃতি’ সিনেমার শুটিংয়ের সময় সালমান খান তাঁর গলায় একটি আসল ছুরি ধরেছিলেন, যার ফলে তাঁর গলা কেটেই গিয়েছিল!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অশোক সারাফ সেই লোমহর্ষক ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি তখন খলচরিত্রে অভিনয় করছিলাম। সেই দৃশ্যে সালমান একটি আসল ছুরি দিয়ে আমার গলায় চেপে ধরেছিল।”
তিনি আরও বলেন, “সংলাপ বলার সময় আমি বুঝতে পারছিলাম গলা কেটে যাচ্ছে। তখন বাধ্য হয়ে বলি— তুমি কী করছ? আমার গলা কেটে যাচ্ছে তো?”
এর উত্তরে সালমান নাকি বলেছিলেন, “তবে কী করব?” অশোক যখন ছুরিটি উল্টো করে ধরার পরামর্শ দেন, তখন সালমান বলেন, “কিন্তু ক্যামেরায় খারাপ দেখা যাবে।” শেষ পর্যন্ত অশোক হাল ছেড়ে দেন এবং সেইভাবেই দৃশ্যটি শেষ করেন।
অশোক সারাফ বলেন, “দৃশ্যটা শেষ করার পর দেখি গলায় গভীর কাটা পড়েছে। যদি গলার কোনো নার্ভ কেটে যেত, আমি হয়তো আজ বেঁচে থাকতাম না।” তিনি আরও যোগ করেন, “আমি নিশ্চিত নই সালমান এ ঘটনা মনে রেখেছে কিনা। ও তো অনেক কিছুই ভুলে যায়।”
যদিও এই ঘটনার পরেও অশোক সারাফ সালমানের সঙ্গে ‘করণ অর্জুন’, ‘বন্ধন’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে তিন দশক আগের সেই ভয়ংকর স্মৃতি তিনি আজও ভুলতে পারেননি।
বর্তমানে সালমান খান ‘ব্যাটল অফ গলওয়ান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু অশোক সারাফের এই বিস্ফোরক মন্তব্য তাঁর পুরনো দিনের কর্মকাণ্ডকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0