Logo

একই মামলায় ফেঁসেছেন আমির-অমিতাভ? রোলস রয়েস নিয়ে তোলপাড়

একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি বিক্রি সংক্রান্ত জটিলতার কারণেই এই পুলিশি তৎপরতা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমির খানের বাড়ির বাইরে পুলিশের ভ্যান ও সরকারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা নিয়েই জল্পনার শুরু।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বাস্তব অনেক সময় সিনেমার চেয়েও বেশি নাটকীয়— এই কথারই যেন প্রমাণ মিলল মঙ্গলবার (২৯ জুলাই)। বলিউড সুপারস্টার আমির খানের মুম্বাইয়ের বাড়িতে আচমকা হানা দিয়েছে প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তার একটি দল। শুধু তাই নয়, এই একই ঘটনায় নাম জড়িয়েছে মেগাস্টার অমিতাভ বচ্চনেরও। ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি বিক্রি সংক্রান্ত জটিলতার কারণেই এই পুলিশি তৎপরতা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমির খানের বাড়ির বাইরে পুলিশের ভ্যান ও সরকারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা নিয়েই জল্পনার শুরু।

তদন্তে জানা গেছে, আমির খানের নামে রেজিস্টার্ড একটি রোলস রয়েস গাড়ি রাস্তায় চলাচল করছে। কিন্তু আমির বছরখানেক আগেই কর্ণাটকের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী ইউসুফ শরিফের কাছে গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চনও তাঁর রোলস রয়েস গাড়িটি একই ব্যক্তির কাছে বিক্রি করেন।

সমস্যার মূল কারণ হলো, ক্রেতা ইউসুফ শরিফ এখনও নিজের নামে গাড়িগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি এবং রোড ট্যাক্সও পরিশোধ করেননি। ফলে, আইনি কাগজে-কলমে গাড়িগুলোর মালিক এখনও আমির খান এবং অমিতাভ বচ্চনই রয়ে গেছেন।

গাড়ির মালিকানা হস্তান্তর না হওয়া এবং কর ফাঁকির অভিযোগে প্রশাসন এখন তদন্তে নেমেছে। আর সেই তদন্তের অংশ হিসেবেই পুলিশ আমির খানের বাড়িতে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নাম জড়ালেও, আমির খান বা অমিতাভ বচ্চনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

তবে নেটিজেনদের একাংশের আশঙ্কা, অন্যের ভুলের কারণে হয়তো বড়সড় আইনি বিপাকে পড়তে চলেছেন বলিউডের এই দুই মহারথী। তদন্তের আওতায় আনা হয়েছে ক্রেতা ইউসুফ শরিফকেও।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0