Logo

অভিনেত্রীর ভয়ংকর ডায়েট: দিনে শুধু পালং শাকের স্যুপ!

তাঁর প্রথম টিভি শো-এর সেটে তাঁর চেহারা নিয়ে সবার সামনে তাঁকে আজেবাজে কথা বলা হয়েছিল। এই ঘটনায় তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে, তিনি কঠোর ডায়েট করার সিদ্ধান্ত নেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘বিগ বস ১৪’-এর বিজয়ী এবং ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক সম্প্রতি তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ইন্ডাস্ট্রির চাপ এবং বডি শেমিংয়ের শিকার হয়ে ‘জিরো ফিগার’ তৈরীর জন্য তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে, প্রায় এক বছর ধরে তিনি শুধু সেদ্ধ পালং শাকের স্যুপ খেয়ে বেঁচে ছিলেন।

এক সাক্ষাৎকারে রুবিনা জানান, তাঁর প্রথম টিভি শো-এর সেটে তাঁর চেহারা নিয়ে সবার সামনে তাঁকে আজেবাজে কথা বলা হয়েছিল। এই ঘটনায় তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে, তিনি কঠোর ডায়েট করার সিদ্ধান্ত নেন।

রুবিনা বলেন, “আমার মন খারাপ হয়ে যায়। তারপর এক বছরের জন্য কেবল সিদ্ধ পালং শাকের স্যুপ পান করেছি এবং নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি জিরো ফিগার বানিয়েই ছাড়ব।”

এই চরম ডায়েটের ফলে রুবিনা ওজন কমালেও, তাঁর শরীরে এর ভয়াবহ প্রভাব পড়ে। তিনি বলেন, “আমি ওজন কমিয়েছি, কিন্তু একই সঙ্গে আমাকে দুর্বল এবং ফ্যাকাশে দেখাতে শুরু করে। আমার এনার্জি খুব কমে গিয়েছিল।”

তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি পাহাড়ে ঘি, দুধ, দইসহ সব ধরনের পুষ্টিকর খাবার খেয়ে বড় হয়েছেন। কিন্তু গ্ল্যামার জগতের চাপে পড়ে তাঁর সেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নষ্ট হয়ে যায়।

এখন সেই দিনগুলোর দিকে ফিরে তাকালে তাঁর নিজেরই অবাক লাগে। তিনি আক্ষেপ করে বলেন, “ইশ! কেউ যদি আমাকে সেই সময় শিখিয়ে দিত যে আমি যেমন আছি তেমনভাবেই নিজেকে গ্রহণ করা উচিত তাহলে কী ভালো না হতো।” রুবিনার এই স্বীকারোক্তি বিনোদন জগতের তারকাদের উপর থাকা চরম চাপ এবং বডি ইমেজের অন্ধকার দিকটিকেই তুলে ধরে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0