এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করে এবার কি তবে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়? গত ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চে তাঁর উপস্থিতিই এই জল্পনার জন্ম দিয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যোগ্য মনে করলে তিনি বিষয়টি নিয়ে অবশ্যই ভাববেন।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।” তিনি আরও যোগ করেন, “রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব।”
২০২১ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে হারের মুখ দেখতে হয়েছিল তাঁকে। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”
তিনি স্পষ্ট করে দেন, এবারের কোনো সিদ্ধান্ত তিনি আবেগ দিয়ে নয়, বরং পরিপূর্ণ বোঝাপড়ার ভিত্তিতেই নেবেন।
রাজনৈতিক জল্পনার পাশাপাশি, শ্রাবন্তীর অভিনয় ক্যারিয়ারও এখন তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে এই বছরের পূজায়। মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’, যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন এবং তাঁর সঙ্গে ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সব মিলিয়ে, শ্রাবন্তীর এই রাজনৈতিক ভোলবদল এবং ক্যারিয়ারের ব্যস্ততা— দুই নিয়েই টলিপাড়ায় এখন চলছে জোর আলোচনা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0