Logo

বক্স অফিস নয়, এবার রিয়েল এস্টেটে ‘খিলাড়ি’ অক্ষয়

যা তিনি ৩ কোটি ২ লাখ রুপিতে কিনেছিলেন এবং এখন বিক্রি করেছেন ৫ কোটি ৭৫ লাখ রুপিতে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার যে শুধু একজন সফল অভিনেতাই নন, একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যবসায়ীও বটে, তা আরও একবার প্রমাণ হলো। সম্প্রতি তিনি মুম্বাইয়ের বোরিভেলি এলাকায় তাঁর দুটি ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৯১ শতাংশ লাভ করেছেন, যা টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৭ কোটি ১০ লাখ রুপি। তাঁর এই লাভজনক লেনদেন প্রমাণ করে, তিনি জানেন কোথায় এবং কখন বিনিয়োগ করতে হয়।

ভারতীয় গণমাধ্যম এবং রিয়েল এস্টেট পোর্টাল ‘স্কয়ার ইয়ার্ডস’-এর প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার ২০১৭ সালে ফ্ল্যাট দুটি কিনেছিলেন।

প্রথম ফ্ল্যাটটি ছিল প্রায় ১১০০ বর্গফুটের, যা তিনি ৩ কোটি ২ লাখ রুপিতে কিনেছিলেন এবং এখন বিক্রি করেছেন ৫ কোটি ৭৫ লাখ রুপিতে।

একই সঙ্গে কেনা ২৫২ বর্গফুটের একটি ছোট জায়গা তিনি ৬৭ লাখ ৯০ হাজার রুপিতে কিনে বিক্রি করেছেন ১ কোটি ৩৫ লাখ রুপিতে।

মাত্র ৮ বছরের ব্যবধানে বিনিয়োগের প্রায় দ্বিগুণ মুনাফা তুলে নিয়েছেন তিনি। এ ছাড়াও, সম্প্রতি তিনি পারেল এলাকায় ৮ কোটি টাকায় আরও একটি পুরোনো সম্পত্তি বিক্রি করেছেন।

বলিউড পাড়ায় অক্ষয় কুমার ‘মিতব্যয়ী’ হিসেবে পরিচিত এবং তিনি তাঁর কষ্টার্জিত অর্থ ও সম্পত্তি আগলে রাখতে ভালোবাসেন। একটা সময় তিনি ভারতের সর্বোচ্চ করদাতাও ছিলেন। তারকাদের যেখানে নানা ধরনের শৌখিন খরচ থাকে, সেখানে অক্ষয় কুমারের ভালোবাসা নিজের সম্পদকে ধরে রাখা এবং তা বৃদ্ধি করা।

যখন তাঁর অভিনীত কিছু সিনেমা বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারছে না, ঠিক তখনই রিয়েল এস্টেটের বাজারে তাঁর এই বিপুল মুনাফা প্রমাণ করে, তিনি শুধু অভিনয়ের উপরই নির্ভরশীল নন, বরং একজন সফল বিনিয়োগকারী হিসেবেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0