বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

চমকের ‘ট্যাক্স বয়কট’-এর ডাক

রাজধানীর ভয়াবহ ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ এই অটোরিকশাগুলো। এগুলোর অনিয়ন্ত্রিত চলাচল শুধু যানজটই বাড়ায় না, দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন নগরবাসী। এবার সেই বিষয়েই এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঢাকার প্রধান সড়কে যদি ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ না করা হয়, তবে আগামী বছর থেকে তিনি তাঁর গাড়ির ট্যাক্স দেবেন না।

অভিনেত্রী তাঁর পোস্টে সরাসরি লেখেন, “মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”

তাঁর এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ফেসবুকজুড়ে শুরু হয় তুমুল বিতর্ক।

চমকের এই মন্তব্যের পর নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

সমর্থকরা বলছেন, রাজধানীর ভয়াবহ ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ এই অটোরিকশাগুলো। এগুলোর অনিয়ন্ত্রিত চলাচল শুধু যানজটই বাড়ায় না, দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। তাই চমকের এই প্রতিবাদকে তাঁরা যৌক্তিক বলে মনে করছেন।

অন্যদিকে, সমালোচকরা বলছেন, এটি নিম্ন আয়ের মানুষের জীবিকার প্রশ্ন। সরকারের অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। তাঁদের মতে, এই রিকশাগুলোর জন্য বিকল্প রাস্তা এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা উচিত, সরাসরি বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়।

এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের খোলামেলা মত প্রকাশ করে আলোচনায় এসেছেন রুকাইয়া জাহান চমক। এবার ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে তাঁর এই বলিষ্ঠ এবং কিছুটা বিতর্কিত মন্তব্য আবারও তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0