বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে আসামি ধরতে গিয়ে দগ্ধ এসআইয়ের মৃত্যু

null

বরিশাল প্রতিনিধি: আসামি ধরতে গিয়ে ইটভাটায় পড়ে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বৃহস্পতিবার দুপুরে মারা যান মেহেদী হাসান। মেহেদী হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, শুক্রবার (১৭ জানুয়ারি) তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে। জেবি