বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

জায়েদ খানের প্রথম শোতেই বাজিমাত, তিশার "মা হওয়ার" ঘোষণায় তোলপাড়

‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। আর তাঁর শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বেই বাজিমাত করলেন তিনি। অতিথি হিসেবে আসা অভিনেত্রী তানজিন তিশা এই শো-তেই জানালেন তাঁর জীবনের এক বড় পরিকল্পনার কথা, যা নিয়ে এখন সর্বত্র আলোচনা। 

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত এই টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন— ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— তিশা অকপটে জবাব দিয়ে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’ 

তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’


যেখানে অনেক অভিনেত্রী বিয়ে বা মাতৃত্বের খবর ক্যারিয়ারের স্বার্থে গোপন রাখেন, সেখানে তিশার এমন সাহসী এবং খোলামেলা স্বীকারোক্তিকে নতুন যুগের ইতিবাচক মানসিকতা হিসেবেই দেখছেন নেটিজেনরা। 

প্রথম পর্বেই এমন একটি ব্যক্তিগত ও এক্সক্লুসিভ তথ্য বের করে আনায় উপস্থাপক হিসেবে জায়েদ খানের মুনশিয়ানার প্রশংসা করছেন অনেকেই। এই ঘোষণার মাধ্যমে জায়েদ খানের নতুন শো শুরুতেই দর্শকের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে। 

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0