মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত

সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রনি হোসাইন (৩০) নামে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রনি হোসাইন (৩০) নামে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন তার ফেসবুক আইডিয়াতে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছিলেন। এই পোস্টের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, রাজু নামে একজন হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো বিষয় তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0