বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ—আজমেরী হক বাঁধন

এই কঠিন সময়েও, ইউনিটের কয়েকজন সদস্যের কাছ থেকে তিনি যে আন্তরিক সহযোগিতা পেয়েছিলেন, সে কথা জানাতে ভোলেননি বাঁধন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ২০২১ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে ‘মুসকান জুবেরি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু পর্দার সেই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, কলকাতায় ওই সিরিজটির শুটিংয়ের অভিজ্ঞতা তাঁর জন্য ‘প্রচণ্ড খারাপ’ ছিল।

সাক্ষাৎকারে বাঁধন বলেন, “আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ।” যদিও তিনি নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করেননি, তবে তাঁর কথায় এটা স্পষ্ট যে, শুটিংয়ের পরিবেশ তাঁর জন্য মোটেও সুখকর ছিল না।

এই কঠিন সময়েও, ইউনিটের কয়েকজন সদস্যের কাছ থেকে তিনি যে আন্তরিক সহযোগিতা পেয়েছিলেন, সে কথা জানাতে ভোলেননি বাঁধন। তিনি বলেন, “কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তারা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পী এবং রাহুল বোস। তারা আমার পাশে থেকেছেন। তাদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব।”

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এর পর, বাঁধন তাঁর ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ান। এরপর ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এবং টাবু ও আলি ফজলের মতো অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে নিজের জাত চেনান।

আন্তর্জাতিকভাবে সফল একজন অভিনেত্রীর মুখ থেকে টলিউডের কাজের পরিবেশ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে এক বড় আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0