এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার বড় পর্দায় আসছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজেই তাঁর ভক্তদের এই সুখবরটি দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি একটি ভালো বাজেটের সিনেমার জন্য অপেক্ষা করছিলেন এবং খুব শীঘ্রই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
ভক্তদের উদ্দেশে তিশা বলেন, “আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।”
একই অনুষ্ঠানে তানজিন তিশা তাঁর মায়ের এক বিশেষ সম্মাননা প্রাপ্তি নিয়েও আবেগঘন মন্তব্য করেন। তিনি জানান, তাঁর মা সম্প্রতি দ্বিতীয়বারের মতো ‘আদর্শ মা’ হিসেবে পুরস্কার পেয়েছেন, যা তাঁর কাছে পৃথিবীর সবচেয়ে সেরা মুহূর্ত।
তিশা বলেন, “প্রতিটা আর্টিস্ট সন্তানের পেছনে বাবা-মার দায়িত্ব যেমন, বাবা-মার ভারটাও অনেক। সে জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিকমতো কাজ করছি, শুধুমাত্র আমার মায়ের জন্য। সে জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি খুবই খুশি।”
তিশা তাঁর আজকের অবস্থানের জন্য সম্পূর্ণ কৃতিত্ব দেন তাঁর ভক্তদের। তিনি বলেন, “আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।”
‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওর মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া এই অভিনেত্রী এখন তাঁর সিনেমার অভিষেক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উন্মাদনা তৈরি করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0