বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

পরিচালক হার্ডডিস্ক নষ্ট করার হুমকি দিয়েছেন—রাজ রিপা

“কারো কাছে ঋণী নই, তবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি রয়ে গেছে।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জাতীয় ব্যাডমিন্টন দল ছেড়ে যিনি অভিনয়ে এসেছিলেন, সেই নবাগতা চিত্রনায়িকা রাজ রিপা এবার চলচ্চিত্র জগৎকেই বিদায় জানানোর ঘোষণা দিলেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা এবং পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে ‘মুক্তি’ সিনেমা নিয়ে চলা জটিলতার কারণেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অভিযোগ করেন, পরিচালক তাঁকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করেছেন এবং হুমকিও দিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে রাজ রিপা লেখেন, “এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষের জন্য নয়। গত ৭ বছর একা একাই পথ চলেছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম।”

তিনি সরাসরি পরিচালক ইফতেখার চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, “কারো কাছে ঋণী নই, তবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি রয়ে গেছে।”

রিপা অভিযোগ করেন, চার বছর ধরে তিনি ‘মুক্তি’ সিনেমাটি শেষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এমনকি শিল্পীর কাজ না হওয়া সত্ত্বেও স্পন্সর আনার চেষ্টা করেছেন। কিন্তু পরিচালকের অসহযোগিতা এবং নানা অজুহাতে সিনেমাটি আজও মুক্তি পায়নি।

তিনি বলেন, “আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক আগেই ভেঙে পড়ত। বারবার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি; কিন্তু আর কত ধৈর্য ধরা সম্ভব?”

রাজ রিপা আরও এক বিস্ফোরক অভিযোগ এনে বলেন, পরিচালক তাঁকে হুমকিও দিয়েছেন। তিনি বলেন, “পরিচালক আমাকে বলেছেন, চাইলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে দিতে পারেন, তাহলে আর কিছু করার থাকবে না।”

সবশেষে, রিপা দুঃখ প্রকাশ করে বলেন, “নিজের অনেক স্বপ্নকে মাটিচাপা দিয়ে দিচ্ছি আজ। হয়তো আমার মতো অসংখ্য স্বপ্নবাজ এভাবেই হার মানে বেইমানির কাছে।”

২০২০ সালে ‘দহন’ সিনেমায় ছোট একটি চরিত্রের মাধ্যমে অভিনয় শুরু করা এবং চলতি বছর ‘ময়না’ সিনেমায় অভিনয় করা এই সম্ভাবনাময় নায়িকার এমন আকস্মিক বিদায়ের ঘোষণায় ঢালিউড অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0