এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কোরিয়ান বয় ব্যান্ড স্ট্রে কিডস যুক্তরাষ্ট্রের বিলবোর্ড অ্যালবাম চার্টে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘কার্মা’ (KARMA) মুক্তির প্রথম সপ্তাহেই বিলবোর্ড হট ২০০ তালিকার শীর্ষে উঠে এসেছে। এই নিয়ে সপ্তমবারের মতো তারা এই তালিকার শীর্ষস্থান দখল করল এবং এই অর্জনের মাধ্যমে তারা আরেক বিশ্বখ্যাত কোরীয় ব্যান্ড বিটিএস-কে ছাড়িয়ে গেল।
শুধু তাই নয়, স্ট্রে কিডস এখন ইতিহাসের একমাত্র ব্যান্ড, যাদের প্রথম সাতটি অ্যালবামই মুক্তির প্রথম সপ্তাহে বিলবোর্ড চার্টের শীর্ষে থেকে আত্মপ্রকাশ করেছে। গেল রবিবার তারা মর্গান ওয়ালেনের অ্যালবামকে সরিয়ে এই শীর্ষস্থান দখল করে।
এই অভাবনীয় সাফল্যের পর, ব্যান্ডটি তাদের ভক্তদের (যাদের ‘স্টে’ বলা হয়) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, “এটা আমাদের জন্য অবিশ্বাস্য এবং সম্মানের মুহূর্ত। আমরা ‘স্টে’ ও আমাদের গানকে ভালোবাসেন এমন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
দুই বছরেরও বেশি সময় পর প্রকাশিত ‘কার্মা’ হলো স্ট্রে কিডসের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। এতে মোট ১১টি গান রয়েছে এবং এর শিরোনাম ট্র্যাক হলো ‘সেরোমনি’। অ্যালবামটিতে ব্যান্ডটির সদস্যরা তাঁদের নিজেদের বেড়ে ওঠার গল্প তুলে ধরেছেন।
২০১৭ সালে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে যাত্রা শুরু করা স্ট্রে কিডস তাদের ‘মালা-ফ্লেভারড’ (চীনা ঝাল মসলা দ্বারা অনুপ্রাণিত) সংগীত এবং তীব্র এনার্জির জন্য পরিচিত। বিলবোর্ডে তাদের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, তারা এখন বিশ্ব সংগীতের অন্যতম প্রধান একটি শক্তি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0