এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আজ তিনি বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তারকা হওয়ার আগে, নিজের হাতখরচ চালানোর জন্য তাঁকে কফি শপে ওয়েটারের কাজও করতে হয়েছে। সম্প্রতি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তাঁর সেই পুরনো দিনের কথাই শেয়ার করেছেন। তবে শুধু স্মৃতিচারণই নয়, তিনি মজা করে সেই সময়ের গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছেন!
এক সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর জানান, ২০০৫ সালে তিনি যখন বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তখন নিজের হাতখরচ চালানোর জন্য একটি আন্তর্জাতিক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করতেন। সেখানে তাঁকে কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচ তৈরি— নানা ধরনের কাজ করতে হতো।
সেই সময়ের কথা স্মরণ করে শ্রদ্ধা হাসতে হাসতে বলেন, “২০০৫ সালে বস্টনে পড়ার সময় যে সংস্থায় চাকরি করতাম, সেই সময় যে ক’জনকে কফি খাইয়েছি, তাদের সকলের কাছে ক্ষমা চাইছি।” তাঁর এই মজাদার কথায় বোঝা যায়, তিনি হয়তো তখন খুব একটা ভালো কফি বানাতে পারতেন না!
সম্প্রতি শ্রদ্ধা তাঁর চাকরি খোঁজার অ্যাপের প্রোফাইলে (লিঙ্কডইন) অভিনেত্রী এবং উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি নতুন দুটি জীবিকা যোগ করেছেন— কফি এবং স্যান্ডউইচ মেকার।
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর বলিউডের সেইসব তারকাদের মধ্যে একজন, যাঁরা অল্প বয়সে অভিনয়ে না এসে, উচ্চশিক্ষা শেষ করে নিজেদের ক্যারিয়ার শুরু করেছেন। ১৩ বছরের চেষ্টায় তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তাঁর এই পুরনো দিনের গল্প ভক্তদের কাছে তাঁর এক নতুন এবং পরিশ্রমী পরিচয় তুলে ধরেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0