বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

কুসুম শিকদারের সৌন্দর্যের গোপন রহস্য কী?

২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে তাঁর যাত্রা শুরু। এরপর থেকে ছোট পর্দা এবং বড় পর্দা— দুই মাধ্যমেই তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বয়স চল্লিশের ঘরে, কিন্তু তাঁর রূপ-লাবণ্যে যেন এতটুকুও ভাটা পড়েনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কুসুম শিকদার আবারও প্রমাণ করলেন, কেন তিনি আজও দর্শক হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে আছেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে দুটি ভিন্নধর্মী রূপে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন, যা নিয়ে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশংসার ঝড় বইছে।

কুসুম শিকদার তাঁর ফেসবুক থেকে একই সঙ্গে দুটি ভিন্ন সাজের ছবি শেয়ার করেন।


প্রথম রূপে, তাঁকে শাড়িতে এক বাঙালি নারীর অবতারে দেখা গেছে। কানে দুল, খোঁপায় ফুল আর গলায় মালা— তাঁর এই স্নিগ্ধ রূপ দেখে অনেকেই মুগ্ধ।

দ্বিতীয় রূপে, তিনি ধরা দিয়েছেন এক লাস্যময়ী আধুনিক সাজে। সাদা ব্লেজার ও শার্টে তাঁর আত্মবিশ্বাসী লুকেও সমানভাবে প্রশংসিত হয়েছে।

তাঁর এই দুই রূপ দেখে ভক্তরাও যেন দ্বিধায় পড়ে গেছেন। একজন মন্তব্য করেছেন, “বলতে চেয়েও বলতে পারিনা, ভাষা হারিয়ে ফেলি। কিভাবে সম্ভব?” আরেকজন লিখেছেন, “এতো সুন্দরী কেমনে হয়?” কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, “কুসুমকে শাড়িতে না সালোয়ার-কামিজে বেশি সুন্দর লাগে”

কীভাবে চল্লিশ বছর বয়সেও নিজেকে এতটা সতেজ রেখেছেন কুসুম? জানা গেছে, এর পেছনে রয়েছে তাঁর দীর্ঘ ২৫ বছরের এক কঠোর নিয়মানুবর্তিতা। তিনি তাঁর দৈনন্দিন জীবনে খাবার এবং রূপচর্চার বিষয়ে অত্যন্ত সচেতন, যা তাঁকে আজও সফল এবং সতেজ রেখেছে।


২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে তাঁর যাত্রা শুরু। এরপর থেকে ছোট পর্দা এবং বড় পর্দা— দুই মাধ্যমেই তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সম্প্রতি তিনি ‘শরতের জবা’ শিরোনামের একটি সিনেমা পরিচালনা ও প্রযোজনা করে নতুন এক পরিচয় লাভ করেছেন। সব মিলিয়ে, কুসুম শিকদার তাঁর সৌন্দর্য এবং মেধা দিয়ে আজও ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় উজ্জ্বল।


বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0