এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সাসপেন্স, মিস্ট্রি আর থ্রিলার ঘরানার নির্মাতা হিসেবেই যিনি পরিচিত, সেই জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ এবার আসছেন এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তিনি নির্মাণ করেছেন ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। নাজিম-উদ-দৌলার লেখা এই গল্পে প্রেম এবং বিশ্বাস-অবিশ্বাসের এক জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী সাদিয়া আয়মান।
‘অন্ধ বালক’-এর গল্পে অর্ক (তৌসিফ) এবং দিনা (সাদিয়া) নামের দুই তরুণ-তরুণীর সম্পর্ক দেখানো হয়েছে। কিন্তু হঠাৎ করেই তাঁদের ভালোবাসায় ফাটল ধরে এবং দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ।
পরিচালক ভিকি জাহেদ বলেন, “নাজিম-উদ-দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। ...আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।”
দিনা চরিত্রটি নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘এখানে আমার চরিত্রটি খুবই ভালোবাসাময়। সে অর্ককে খুব ভালোবাসে, অন্যদিকে বাবার খুব বাধ্য সন্তান। অর্ক–বাবার নানা সমীকরণের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে দিনা চরিত্রটি। দর্শকরা পছন্দ করবেন কনটেন্টি। আর ভিকি ভাইয়ের কারিশমা তো আছেই।’
ভিকি জাহেদের পরিচালনায় জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুবের। পাশাপাশি জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান জুটিরও। সব মিলিয়ে ‘অন্ধ বালক’ কনটেন্টটিকে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। সাদিয়া আয়মান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন।’
‘অন্ধ বালক’– এ সাদিয়া আয়মানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আছেন শিল্পী সরকার অপু, দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। নাজিম-উদ-দৌলার গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা এবং ভিকি জাহেদ। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দীপন।
কনটেন্টটি চরকিতে মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১৮ সেপ্টেম্বর)। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্ধ বালক’। এটি চরকির দ্বিতীয় ফ্ল্যাশ ফিকশন।
এর আগে ফ্ল্যাশ ফিকশনের ব্যাখ্যায় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছিলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অব লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর। ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট কিন্তু দর্শকদের মনে এর রেশ রয়ে যাবে বা বড় হয়ে ধরা দেবে বলেই আমার বিশ্বাস। এটি স্পষ্ট করা দরকার যে, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।’
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0