মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কারিশমা শর্মা

“এটা আমার জীবনের খুব কঠিন সময় ছিল। এখনো ওই দিনের কথা মনে পড়লে ভয় পাই। তবে আমি ভাগ্যবান যে পাশে পেয়েছি আপনাদের ভালোবাসা আর আমার মায়ের অকৃত্রিম যত্ন। দুর্ঘটনার খবর শুনেই তিনি ফ্লাইটে করে আমার কাছে চলে আসেন।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শুটিংয়ে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কারিশমা শর্মা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশেষে, চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বর্তমানে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার জন্য মা ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, ঘটনার দিন কারিশমা শর্মা শাড়ি পরে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু ট্রেনটির গতি হঠাৎ বেড়ে যাওয়ায়, তিনি ভারসাম্য রাখতে পারেননি। বড় দুর্ঘটনা এড়াতে, তিনি বাধ্য হয়েই চলন্ত ট্রেন থেকে লাফ দেন, যার ফলে মাথায় গুরুতর আঘাত পান।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, কারিশমা সামাজিক মাধ্যমে লেখেন, “আমি এখন অনেকটা সুস্থ। চিকিৎসক জানিয়েছেন আমার আঘাত গভীর নয়, তবে ক্ষতস্থানে এখনো ব্যথা আছে। সময়ের সঙ্গে তা সেরে যাবে। আমি কৃতজ্ঞ সকলের প্রতি, যারা আমার জন্য প্রার্থনা করেছেন আর ভালোবাসা দিয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “এটা আমার জীবনের খুব কঠিন সময় ছিল। এখনো ওই দিনের কথা মনে পড়লে ভয় পাই। তবে আমি ভাগ্যবান যে পাশে পেয়েছি আপনাদের ভালোবাসা আর আমার মায়ের অকৃত্রিম যত্ন। দুর্ঘটনার খবর শুনেই তিনি ফ্লাইটে করে আমার কাছে চলে আসেন।”

আপাতত বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসায় রয়েছেন কারিশমা। তাঁর এই সুস্থ হয়ে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0