এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢালিউড মেগাস্টার শাকিব খানের মুখে নিজের প্রশংসা শুনে আবেগী হয়ে উঠেছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাই একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এ গায়িকা।
রোববার (১৪ সেপ্টেম্বর) কোনাল তার ভেরিফাইড ফেসবুক পেজে শাকিবকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন কোনাল।
কোনাল তাঁর পোস্টে জানান, তিনি একটি ভিডিওতে দেখেছেন, শাকিব খান তাঁর সম্পর্কে বলেছেন, “কোনাল, এক সময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে।” এ ছাড়াও, শাকিব তাঁকে একজন ‘বহুমুখী প্লে-ব্যাক আর্টিস্ট’, ‘মানবিক’ এবং ‘পরিবারের অংশ’ বলেও অভিহিত করেছেন।
সুপারস্টারের এমন প্রশংসায় আপ্লুত হয়ে কোনাল লেখেন, “সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা যাঁকে নিয়ে প্রাউড ফিল করে, তিনি আমাকে দোয়া দিয়েছেন। ...বাংলা সিনেমার মহাতারকা আমাকে বোন ডেকেছেন, পরিবারের অংশ বলে প্রাউড ফিল করেছেন।
তাঁদের সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জন এবং ষড়যন্ত্রের বিষয়েও মুখ খোলেন কোনাল। তিনি লেখেন, “আপনার কথাগুলো বারবার শুনছিলাম আর ভাবছিলাম, কত মানুষ কত আজেবাজে কথা বলে আপনার এবং আমাদের সম্পর্ক নিয়ে। কত মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকে অক্লান্তভাবে!”
তিনি শাকিবের পুরনো একটি কথা স্মরণ করে বলেন, শাকিব তাঁকে বলেছিলেন, “কোনাল, জিয়া, তোমরা আমার ভাই-বোন তোমরা আমার পরিবার। ওরা চায় না, তোমরা আমার পাশে থাকো তাই তো এত ষড়যন্ত্র। কিন্তু মনে রেখো, আমাদের এই বন্ধন আজীবনের।”
সবশেষে, কোনাল তাঁদের সম্পর্ককে আরও একবার স্পষ্ট করে দেন। তিনি লেখেন, “পেশাদারভাবে হয়ত আমি গান গাইব না আজীবন, তবে আপনি আমার ভাই আজীবনের। আপনার চলচ্চিত্রে গান গাওয়ার সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের কোনো যোগসূত্র নেই।”
কোনালের এই আবেগঘন এবং অকপট পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভক্তরা তাঁদের মধ্যকার এই সুন্দর সম্পর্কের প্রশংসা করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0