এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বাংলাদেশের রক সংগীত জগতে নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় ব্যান্ড ‘রাস্টফ’ (Rustaph)-এর প্রধান কণ্ঠশিল্পী আহরার মাসুদ, যিনি ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন, তিনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়। যদিও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
‘রাস্টফ’ ব্যান্ডের ফেসবুক পেজে লেখা হয়েছে, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া—বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার “দীপ” মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি।”
ব্যান্ডের পক্ষ থেকে এই কঠিন সময়ে তাঁর পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর এবং তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
দীপের মৃত্যুতে দেশের তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড ‘পাওয়ারসার্জ’ (Powersurge)-ও গভীর শোক প্রকাশ করেছে। তারা দীপকে “প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পী” হিসেবে স্মরণ করে।
‘পাওয়ারসার্জ’ জানায়, দীপ শুধু ‘রাস্টফ’-ই নয়, এর আগে এক্লিপস, কার্ল, ক্যালিপসো-র মতো ব্যান্ডেরও অবিস্মরণীয় কণ্ঠ ছিলেন। ২০০৭ সালের জনপ্রিয় ব্যান্ড প্রতিযোগিতা ‘ডি’রকস্টার্স’-এ দীপের ব্যান্ড ‘এক্লিপস’ এবং ‘পাওয়ারসার্জ’ একসঙ্গে অংশ নিয়েছিল, সেই স্মৃতিও তারা তুলে ধরে।
‘পাওয়ারসার্জ’ আরও লেখে, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক... শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
আহরার মাসুদ দীপের এই অকাল প্রয়াণে দেশের রক ও আন্ডারগ্রাউন্ড সংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0