এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে, তিনি আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।
আলফী আলমগীর আকসা বর্তমানে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে আইন বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি, তিনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন।
এই নতুন অর্জন নিয়ে উচ্ছ্বসিত আলফী বলেন, “অবশ্যই ভবিষ্যতে অভিনয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি।”
তবে শুধু গ্ল্যামার জগতেই নয়, আইন বিষয়ে পড়াশোনা করার কারণে সমাজের জন্যও কিছু করার ইচ্ছা পোষণ করেন তিনি। আলফী বলেন, “ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’-এ স্থান করে নিতে পারি।”
উল্লেখ্য, আলফী ইতোমধ্যেই ছোট পর্দার অভিনেতা আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা খুব শিগগিরই প্রচারে আসবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0