মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চলে গেলেন ‘সোহরাব-রুস্তুম’ খ্যাত নায়িকা বনশ্রী

বনশ্রীর চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৪ সালে, ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি জুটি বেঁধেছিলেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এবং ছবিটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী আর নেই। আজ, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

১৯৭৪ সালের ২৩ আগস্ট শিবচরে জন্মগ্রহণ করা বনশ্রীর চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৪ সালে, ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি জুটি বেঁধেছিলেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এবং ছবিটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

এরপর তিনি মান্না, আমিন খান, রুবেলের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও জুটি বেঁধে ‘মহা ভূমিকম্প’সহ বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেন।

কিন্তু পর্দার জীবন ঝলমলে হলেও, তাঁর ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সংগ্রামের। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে, তিনি তাঁর নিজ এলাকা মাদারীপুরের শিবচরে ফিরে যান। জীবনের শেষ দিনগুলোতে তাঁর ঠাঁই হয়েছিল সরকারের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। সেখানেই তিনি তাঁর ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে বসবাস করতেন।

একসময়ের পর্দা কাঁপানো এই নায়িকার এমন করুণ পরিণতি এবং অকাল প্রয়াণে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0