মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘নারী তুমি আওয়াজ তোলো’

সমাজের এক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের চিন্তার খোরাক জোগাবে

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ধর্ষণ এবং যৌন হয়রানির মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী বার্তা নিয়ে আসছে নতুন নাটক “নারী তুমি আওয়াজ তোলো”। আবু রায়হান জুয়েল পরিচালিত এই নাটকটি আগামী ১৯ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টায় ‘Home theatre’-এর পর্দায় মুক্তি পাবে।

নাটকটির মূল স্লোগান হলো— “ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিটি কণ্ঠস্বরই পরিবর্তনের শক্তি। নীরবতা ভাঙো, সাহসী হও, আওয়াজ তোলো।” এই বার্তার মাধ্যমেই নির্মাতা বুঝিয়ে দিয়েছেন, নাটকটি সমাজের নারীদেরকে তাঁদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুপ্রেরণা দেবে।

নাটকটির গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন সাদিয়া শবনম শান্তু। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আফরিন মাহি, সমু চৌধুরী, প্রহেলিকা খান, আফরোজা শশি, রাখি চৌধুরী এবং পঙ্কজ মজুমদার।

সমাজের এক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের চিন্তার খোরাক জোগাবে এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0