এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বাংলা সংগীতের দুই প্রজন্মের দুই কিংবদন্তি— নকীব খান এবং তাহসান খান— এবার এক মঞ্চে উঠে সিডনির প্রবাসী দর্শকদের মুগ্ধ করলেন। নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) এবং তাহসান খানের ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উপলক্ষে, ‘জেনারেশনস অব মেলোডিজ’ শিরোনামে এই বিশেষ কনসার্টটি আয়োজন করা হয়েছিল। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সিডনির লিভারপুল ক্যাথলিক ক্লাবের (এলসিসি) থিয়েটারে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া এই কনসার্টে কয়েক শ প্রবাসী বাংলাদেশি সংগীতপ্রেমী অংশ নেন।
কিংবদন্তি শিল্পী নকীব খান তাঁর কালজয়ী গান ‘মুখরিত জীবনের চলার বাঁকে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’-এর মতো গানগুলো গেয়ে শ্রোতাদের সোনালি অতীতে ফিরিয়ে নিয়ে যান।
অন্যদিকে, বর্তমান সময়ের জনপ্রিয় তারকা তাহসান খান তাঁর বিখ্যাত গান ‘আলো আলো’, ‘বিন্দু তুমি’, ‘মাঝে মাঝে’ পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন।
অনুষ্ঠান শেষে প্রবাসী দর্শকেরা তাঁদের মুগ্ধতার কথা জানান। আবাসন নির্মাতা তালাত মাহমুদ বলেন, “নকীব খানের গান শুনে বড় হয়েছি। আজ তাঁকে সরাসরি মঞ্চে দেখে মনে হলো, এ এক অনন্য অভিজ্ঞতা।” ‘আমাদের কথা’র সম্পাদক পূরবী পারমিতা বোস বলেন, “নকীব খান ও তাহসান— দুজনই তাঁদের সেরাটা দিয়েছেন।”
অনুষ্ঠানটির আয়োজক ছিল আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া। তাদের কর্ণধার মোশারফ রেহান বলেন, “সিডনিবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এমন একটি সফল আয়োজন সম্ভব হতো না।”
সব মিলিয়ে, সিডনিতে অনুষ্ঠিত এই কনসার্টটি দুই প্রজন্মের সুরের এক অনবদ্য মেলবন্ধন তৈরি করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা হয়ে রইল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0