এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘ফেটে পড়লেন’, ‘গর্জে উঠলেন’, ‘বোমা ফাটালেন’— নিজের সম্পর্কে সংবাদমাধ্যমে লেখা এই ধরনের নাটকীয় শিরোনাম দেখে এবার তীব্রভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্পষ্টবাদী হিসেবে পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে, সংবাদমাধ্যমের এই ধরনের শব্দচয়ন নিয়ে সপাট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
স্বস্তিকা তাঁর পোস্টে লেখেন, তিনি সংবাদমাধ্যমে নিজের সম্পর্কে লেখা শিরোনামগুলো দেখে অত্যন্ত বিরক্ত। তাঁর সাধারণ মন্তব্যকেও যেভাবে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়, তাতেই তাঁর মূল আপত্তি।
পোস্টের শেষে, তিনি এক পাঞ্চ লাইন-এ লেখেন, “মাই নেম ইজ স্বস্তিকা মুখার্জি অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।” (My name is Swastika Mukherjee and I am not Burima.)
এখানে, ‘বুড়িমা’ শব্দটি দিয়ে তিনি একদিকে যেমন ‘বয়স্ক নারী’ অর্থে নিজেকে নিয়ে করা কটাক্ষকে বিঁধেছেন, তেমনই অন্যদিকে ‘বুড়িমার চকলেট বোম’-এর মতো জনপ্রিয় বাজি-পটকার সঙ্গে তুলনা করে, ‘বোমা ফাটানো’র মতো শব্দের ব্যবহারের সমালোচনা করেছেন।
স্বস্তিকার এই পোস্টে তাঁর ভক্ত এবং সহকর্মীরা ব্যাপক সাড়া দিয়েছেন।
অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মজা করে লিখেছেন, “ওহ মা গো মা, নট বুড়িমা।”
আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, “দিদি তুমি কিন্তু সত্যিই বোমা, বম্বশেল যাকে বলে আর কী।”
৪৪ বছর বয়সী স্বস্তিকা মুখার্জি বরাবরই তাঁর রাখঢাকহীন এবং সাহসী মতামতের জন্য পরিচিত। তাঁর এই নতুন পোস্টটিও প্রমাণ করলো, তিনি কোনো অন্যায় বা বাড়াবাড়ি মুখ বুজে সহ্য করার পাত্রী নন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0