মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের পরিকল্পনা করছেন সেমন্তী, পাত্র হতে হবে ‘দেশি’

“আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একসময় তাঁর বিদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছা থাকলেও, এখন তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। আগামী বছর তিনি একজন ‘দেশি ছেলে’কেই বিয়ে করার পরিকল্পনা করছেন।

এক সাক্ষাৎকারে সেমন্তী সৌমি বলেন, “বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।”

তিনি আরও যোগ করেন, “আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।”

এই সাক্ষাৎকারে সেমন্তী আরও একটি মজার তথ্য দেন। রেস্টুরেন্টে তাঁর সুন্দর সুন্দর ছবির পেছনের কারিগর কারা, তা জানাতে গিয়ে তিনি বলেন, “বড় বড় রেস্টুরেন্টে আসলে ফটোগ্রাফার থাকে। তবে ভালো ছবি তোলার জন্য ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা থাকে। আমার অনেক সুন্দর ছবি তারাই তুলে দেয়।”

সব মিলিয়ে, সেমন্তী সৌমির এই অকপট এবং মজাদার সাক্ষাৎকারটি সামাজিক মাধ্যমে তাঁর ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই ‘দেশি’ সিদ্ধান্তের প্রশংসা করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

ভিক্ষা করে ৫০০ টাকা আয়!
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪১ দুপুর
হাসপাতাল থেকে ছাড়া পেলেন কারিশমা শর্মা
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৪ দুপুর
আমি স্বস্তিকা, ‘বুড়িমা’ নই!
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৭ দুপুর
Leave a Comment

Comments 0