এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিয়ের পর থেকেই বহুবার তাঁর মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। প্রতিবারই তা গুঞ্জন পর্যায়েই থেকে গেছে। কিন্তু এবার আর জল্পনা নয়, ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সত্যিই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসেই ভিকি কৌশল এবং ক্যাটরিনার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
গত কয়েক মাস ধরেই ক্যাটরিনা কাইফকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছিল না, যা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। এবার অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সেই খবরেই সিলমোহর দিল।
সূত্র আরও জানিয়েছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা অভিনয় থেকে এক দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন এবং সম্পূর্ণ সময়টা সন্তানের সঙ্গেই কাটাতে চান।
যদিও এই বিষয়ে ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশলের পক্ষ থেকে বরাবরের মতোই এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ক্যাটরিনাকে সর্বশেষ শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বিজয় সেতুপতির বিপরীতে দেখা গিয়েছিল। অন্যদিকে, ভিকি কৌশলকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়, যেখানে তাঁর সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে গাঁটছড়া বাঁধেন ভিকি ও ক্যাটরিনা। এবার তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে উচ্ছ্বসিত ‘ভিক্যাট’ জুটির অগণিত অনুরাগী।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0