Logo

শর্তসাপেক্ষে উঠল উত্তরার শুটিং নিষেধাজ্ঞা

রাত ১১টার পর কোনো প্রকার শুটিং করা যাবে না।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অবশেষে সমঝোতার মাধ্যমে সমাধান হলো ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরে নাটক ও সিনেমার শুটিং নিয়ে সৃষ্ট জটিলতার। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরা কল্যাণ সমিতির জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে শুটিং কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আরোপ করা হয়েছে একগুচ্ছ নতুন শর্ত, যার মধ্যে অন্যতম হলো রাত ১১টার পর শুটিং করা যাবে না।

এর আগে, জনসমাগম, শব্দদূষণ এবং জনসাধারণের ভোগান্তির কারণ দেখিয়ে গত ২০ জুলাই উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এলাকায় শুটিং কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই সিদ্ধান্তের ফলে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ডিরেক্টরস গিল্ডসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়।

এরই প্রেক্ষিতে শনিবার (২৬ জুলাই) বিকেলে সব পক্ষকে নিয়ে এক যৌথ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং বাড়ির মালিক এবং ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)-এর প্রতিনিধিরা দীর্ঘ আলোচনা করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শুটিং ইউনিটগুলোকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

রাত ১১টার পর কোনো প্রকার শুটিং করা যাবে না।

রাস্তার ওপর বা আউটডোরে শুটিং করার সময় যানজট ও এলাকাবাসীর যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এফটিপিও-এর নেতারা জানান, তাঁরা দ্রুত একটি খসড়া নীতিমালা তৈরি করে কল্যাণ সমিতির কাছে জমা দেবেন।

উত্তরা কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, “আমরা শুটিংয়ের বিপক্ষে নই, তবে তা অবশ্যই শৃঙ্খলার মধ্যে থেকে এবং এলাকাবাসীর স্বস্তির বিষয়টিকে প্রাধান্য দিয়ে করতে হবে। আজকের আলোচনায় আমরা একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে পেরেছি।”

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমানও এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা সমিতির দেওয়া নিয়ম-কানুন মেনেই ভবিষ্যতে কাজ পরিচালনা করব।”

এই সিদ্ধান্তের ফলে উত্তরা সেক্টর-৪-এর সক্রিয় তিনটি শুটিং হাউস—লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২-এ পুনরায় পুরোদমে কাজ শুরু হওয়ার পথ সুগম হলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0