এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কনসার্টে গান গাইতে গাইতে হঠাৎই মঞ্চের উপর খুলে গেল স্কার্ট! এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও, মুহূর্তেই তা সামলে নিলেন বিশ্বখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ। শুধু তাই নয়, তিনি নাচ বা গান কোনোটাই থামাননি। বরং পুরো ঘটনাটিকেই পরিণত করলেন এক মজাদার মুহূর্তে, যা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অগণিত ভক্ত।
গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট পরে গান গাইতে গাইতে মঞ্চে হাঁটছিলেন তিনি। হঠাৎ করেই তাঁর স্কার্টটি খুলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পাশে থাকা এক সহশিল্পী দৌড়ে এসে স্কার্টটি আবার পরিয়ে দেন।
তবে এই ঘটনায় জেনিফার লোপেজ এতটুকুও বিচলিত হননি। তিনি হাসতে হাসতে উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, “আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।”
এরপর যে সহশিল্পী তাঁকে সাহায্য করেছিলেন, তাঁকে মজা করে বলেন, “তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।”
তাঁর এই পেশাদারিত্ব এবং উপস্থিত বুদ্ধির জোরে একটি বিব্রতকর মুহূর্তও হয়ে ওঠে বিনোদনের অংশ। তিনি আরও বলেন, “সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।”
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। একটি ভিডিও ক্লিপ মাত্র ২৪ ঘণ্টায় দেড় কোটিরও বেশি মানুষ দেখেছে। উল্লেখ্য, এই ঘটনার ঠিক আগের দিনই, ২৪ জুলাই, ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের পরদিনই এমন ঘটনা ঘটায়, তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0