এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মারকাটারি অ্যাকশন সিনেমার ভিড়ে, মোহিত সুরি তাঁর রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রীতিমতো জাদু দেখিয়েছেন। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ছবিটি এবং বক্স অফিসেও তার প্রতিফলন দেখা গেছে। মুক্তির মাত্র ১০ দিনেই সিনেমাটি ভারতে প্রায় ১৮৫.৮৭ কোটি রুপি আয় করে ব্লকবাস্টারের পথে এগিয়ে চলেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘সাইয়ারা’ মুক্তির প্রথম দিনেই ২১.৫ কোটি রুপি আয় করে এক দুর্দান্ত সূচনা করেছিল। দশম দিনে, অর্থাৎ দ্বিতীয় রবিবারে, ছবিটির আয় ছিল ৩০ কোটি রুপি, যা প্রমাণ করে দর্শকদের মধ্যে ছবিটির জনপ্রিয়তা এতটুকুও কমেনি।
যশ রাজ ফিল্মস-এর ব্যানারে নির্মিত ‘সাইয়ারা’ তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ছবির প্রধান দুই চরিত্রে নবাগত অহন পান্ডে এবং অনীত পাড্ডার জুটি দর্শকদের মুগ্ধ করেছে। শুধু তাই নয়, ছবির গল্প এবং অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি, এর গানগুলোও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ড করছে।
‘সাইয়ারা’ ইতোমধ্যেই আয়ের দিক থেকে কমেডি সিনেমা ‘হাউসফুল ৫’-কে পেছনে ফেলেছে। চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শিগগিরই এটি ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাকেও টপকে যাবে। সব মিলিয়ে, ‘সাইয়ারা’ ২০২৩ সালের পর বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0