Logo

‘সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইনি’, ভুয়া খবরে বিরক্ত অ্যাডলফ খান

“ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু!”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে, তিনি নাকি ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’-এর পুরস্কার পেয়েছেন। এই ভুয়া খবরে নেটদুনিয়া সয়লাব হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেছেন অ্যাডলফ খান নিজেই। তিনি জানিয়েছেন, তিনি যে পুরস্কারটি পেয়েছেন, সেটি ‘স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর’ হিসেবে, ‘সুদর্শন পুরুষ’ হিসেবে নয়।

‘এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না!’ অ্যাডলফ খান তাঁর ফেসবুক পোস্টে এই ভুয়া খবর নিয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব! ...ভালো মন্দ বাস্তব অবাস্তব মনগড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে সব একের পর এক!”

তিনি আসল ঘটনা তুলে ধরে বলেন, “পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন! কেন রে ভাই, সত্যিটাই লিখতেন। এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না!”

অ্যাডলফ খান আরও জানান, এই ধরনের ট্রোলিং এবং ভুয়া খবর এমন এক সময়ে ছড়াচ্ছে, যখন তিনি ব্যক্তিগতভাবে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “এমনিতেই বাবা হসপিটালে, মন ভালো নেই। আমি মানসিকভাবে বিপর্যস্ত, সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে!”

তিনি অভিযোগ করেন, কন্টেন্ট ক্রিয়েটররা তাঁকে নিয়ে ভিউয়ের বাণিজ্য করছে। তাঁর ভাষায়, “ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু!”

তিনি প্রশ্ন তোলেন, “আমি কি এই ধরনের তথ্য সংবলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি?” সবশেষে তিনি বলেন, “ভালোবাসার বহিঃপ্রকাশ আরো বাস্তবিক, সত্যি এবং সুন্দর হতে পারে।” অ্যাডলফের এই পোস্টে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন এবং ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধে কথা বলেছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0