Logo

এবার উত্তর আমেরিকায় জয়ার ‘ডিয়ার মা’, গড়ল নতুন রেকর্ড

আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টিরও বেশি শহরে একযোগে মুক্তি পেতে চলেছে ছবিটি, যা টালিগঞ্জের সিনেমার জন্য এক নতুন রেকর্ড। এই আন্তর্জাতিক মুক্তি নিয়ে উচ্ছ্বসিত জয়া আহসান নিজেই।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচক এবং দর্শকদের কাছে দারুণ প্রশংসা পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। দেশের দর্শকদের মন জয় করার পর, অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালিত এই সিনেমাটি এবার পাড়ি জমাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টিরও বেশি শহরে একযোগে মুক্তি পেতে চলেছে ছবিটি, যা টালিগঞ্জের সিনেমার জন্য এক নতুন রেকর্ড।

এই আন্তর্জাতিক মুক্তি নিয়ে উচ্ছ্বসিত জয়া আহসান নিজেই। গতকাল (২৮ জুলাই) তিনি প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জানান, “এর আগে টালিগঞ্জের কোনো ছবি উত্তর আমেরিকায় এত বেশি হলে মুক্তি পায়নি।” বাংলা সিনেমার জন্য এটি নিঃসন্দেহে এক বিরাট সাফল্য এবং মাইলফলক। জয়ার এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং তাঁর সিনেমার এমন ব্যাপক মুক্তি প্রমাণ করে, তিনি এখন টালিউডের অন্যতম প্রধান একজন তারকা।

‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান নাম ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর সঙ্গে এই ছবিতে আরও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতারা। ‘কড়ক সিং’-এর পর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে এটি জয়ার দ্বিতীয় কাজ, যা তাঁদের সফল জুটিরই ইঙ্গিত দেয়।

সব মিলিয়ে, ভারতে সফল প্রদর্শনের পর ‘ডিয়ার মা’-এর এই রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক মুক্তি জয়া আহসান এবং বাংলা সিনেমা— উভয়ের জন্যই এক বড় গর্বের মুহূর্ত।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0