এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবন সিনেমার গল্পের চেয়েও কম নাটকীয় নয়। সম্প্রতি তিনি এমনই এক অবিশ্বাস্য ঘটনার কথা শেয়ার করেছেন, যা তাঁর প্রতি ভক্তদের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতা জানিয়েছেন, একসময় নিশা পাটিল নামের এক নারী ভক্ত মৃত্যুর আগে তাঁর সমস্ত সম্পত্তি, যার মূল্য ছিল প্রায় ৭২ কোটি রুপি, তাঁকে উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছিলেন। কিন্তু সঞ্জয় দত্ত সেই বিপুল সম্পত্তি গ্রহণ না করে, তা ভক্তের পরিবারের কাছে ফিরিয়ে দেন।
ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে। তখন জানা যায়, মুম্বাইয়ের ৬২ বছর বয়সী এক গৃহিণী, নিশা পাটিল, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি তাঁর ব্যাংককে নির্দেশ দিয়ে যান, যাতে তাঁর সমস্ত সম্পত্তি এবং লকারের জিনিসপত্র অভিনেতা সঞ্জয় দত্তকে দেওয়া হয়। একজন সাধারণ ভক্তের এমন উদারতায় তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন।
এই খবর পাওয়ার পর, সঞ্জয় দত্ত কোনো ধরনের আইনি জটিলতায় না গিয়ে বা সময় নষ্ট না করে, নিজেই উদ্যোগ নিয়ে সেই ভক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সম্পূর্ণ সম্পত্তি তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।
এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত শুধু একটি কথাই বলেন, “আমি ওটা তার পরিবারকে ফেরত দিয়েছি।” তাঁর এই সহজ স্বীকারোক্তি এবং মানবিক ও দায়িত্বশীল আচরণ আরও একবার প্রমাণ করে, কেন তিনি ভক্তদের কাছে শুধু একজন অভিনেতাই নন, একজন বড় মনের মানুষও বটে।
কিংবদন্তি অভিনেতা সুনীল দত্ত ও নারগিসের পুত্র সঞ্জয় দত্ত ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ‘সঞ্জু’ও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। বর্তমানে তিনি ‘ধুরন্ধর’, ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজাসাহেব’-এর মতো বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0