বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ক্যানসারের কাছে হার মানলেন ‘থেভার মাগান’ খ্যাত অভিনেতা

কিংবদন্তি পরিচালক কে. বালাচান্দেরের দীর্ঘদিনের সহকারী এন. মোহন স্মৃতিচারণ করে বলেন, “কেবি স্যার (বালাচান্দের) তাঁর অভিনয় দেখেছিলেন এবং তাঁর হাসিতে মুগ্ধ হয়ে তাঁকে ‘ভানামে এল্লাই’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করেছিলেন।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণী চলচ্চিত্র জগতে নেমে এসেছে এক শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় তামিল অভিনেতা ও কৌতুকাভিনেতা মদন বব। গত শনিবার (২ আগস্ট) রাতে চেন্নাইয়ের আদিয়ারে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

মদন বব, যাঁর আসল নাম ছিল এস. কৃষ্ণমূর্তি, তিনি তাঁর অনবদ্য অভিনয় এবং বিশেষ করে হাসির জন্য পরিচিত ছিলেন। কিংবদন্তি পরিচালক কে. বালাচান্দেরের দীর্ঘদিনের সহকারী এন. মোহন স্মৃতিচারণ করে বলেন, “কেবি স্যার (বালাচান্দের) তাঁর অভিনয় দেখেছিলেন এবং তাঁর হাসিতে মুগ্ধ হয়ে তাঁকে ‘ভানামে এল্লাই’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করেছিলেন।”

পার্শ্ব চরিত্রে অভিনয় করেও তিনি সিনেমাপ্রেমীদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কমল হাসানের সঙ্গে অভিনীত ‘থেভার মাগান’, ‘সাথী লীলাবথি’, ‘থেনালি’-র মতো জনপ্রিয় সব ছবি। এ ছাড়াও ‘পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা’, ‘নম্মাভার’, ‘সুন্দরা ট্রাভেলস’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি শুধু তামিল নয়, মালায়ালাম এবং হিন্দি সিনেমাতেও কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এক বড় শূন্যতা তৈরি হলো। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে এই গুণী শিল্পীর প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0