বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভ্যানিটি ভ্যান ছিল না, ঝোপই ছিল ভরসা—কারিশমা কাপুর

“পুরো ইউনিট তখন ফিসফিস করে বলত, ‘ম্যাডাম বাথরুমে যাচ্ছেন।’ এখনকার প্রজন্ম হয়তো বিশ্বাসই করতে পারবে না।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আজকের বলিউডে যেখানে তারকাদের জন্য রয়েছে একাধিক ভ্যানিটি ভ্যান, ব্যক্তিগত রাঁধুনি এবং বিলাসবহুল সব সুযোগ-সুবিধা, সেখানে নব্বইয়ের দশকের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই কঠিন সময়ের কথাই সম্প্রতি এক অনুষ্ঠানে এসে মনে করলেন নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী কারিশমা কাপুর। তিনি জানিয়েছেন, একটা সময় ছিল যখন তাঁদেরকে ঝোপঝাড়ের পেছনে পোশাক বদলাতে হতো এবং একটি পরিষ্কার বাথরুম পাওয়াই ছিল ভাগ্যের ব্যাপার।

কলকাতার লেডিজ স্টাডি গ্রুপের এক অনুষ্ঠানে কারিশমা বলেন, “আমি ৩২ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি। তখন এমন এক সময় ছিল যখন আমরা গাছপালার আড়ালে জামাকাপড় বদলাতাম। কারও বাথরুমে যাওয়ার দরকার হলে মাইলের পর মাইল হেঁটে যেতে হত।”

তিনি আরও একটি মজার কিন্তু কঠিন বাস্তবতার কথা তুলে ধরে বলেন, “পুরো ইউনিট তখন ফিসফিস করে বলত, ‘ম্যাডাম বাথরুমে যাচ্ছেন।’ এখনকার প্রজন্ম হয়তো বিশ্বাসই করতে পারবে না।”

কারিশমা জানান, প্রযুক্তিগত দিক থেকেও ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে ছিল। তিনি বলেন, “আমরা তখন শুধু ডাবিং করেই সিনেমা বানাতাম। প্রথমবার মনিটরে নিজেকে দেখি ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ড্যান্স অব এনভি গানের সময়। তার আগে কোনো ফুটেজ দেখার সুযোগই ছিল না। সিনেমা মুক্তি পেলেই ৭০ এমএম বড় পর্দায় প্রথম নিজের অভিনয় দেখা যেত।”

মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখা কারিশমা কাপুর, যিনি রাজ কাপুর পরিবারের সদস্য, তিনি বলিউডের এই অবিশ্বাস্য বিবর্তনের এক জীবন্ত সাক্ষী। তিনি বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান যে এই পরিবর্তনের সাক্ষী হতে পেরেছি।” তাঁর এই স্মৃতিচারণা নব্বইয়ের দশকের তারকাদের সংগ্রাম এবং পেশাদারিত্বকেই আবার সামনে নিয়ে এলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0