এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দক্ষিণী সিনেমার পর্দা কাঁপানোর পর, এবার তামিলনাড়ুর রাজনীতির ময়দানেও ঝড় তুলেছেন সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট মাদুরাইয়ে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে প্রায় ৪ লাখ মানুষের সামনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে তাঁর দলের ‘আদর্শিক শত্রু’ এবং রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-কে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর এই বলিষ্ঠ ভাষণ তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
হাজার হাজার সমর্থকের সামনে বিজয় তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হুঙ্কার দিয়ে বলেন, “জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না।” তিনি আরও বলেন, “আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।”
থালাপতি বিজয়ের রাজনীতিতে আগমন কোনো আকস্মিক ঘটনা নয়। ২০২১ সালেই তাঁর ফ্যান ক্লাব ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে ১৬৯টি আসনের মধ্যে ১১৫টিতে জয়লাভ করে চমকে দিয়েছিল। এরপর ২০২৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করেন।
এর আগেও তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (এনইইটি)-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন। এমনকি পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে ভোটকেন্দ্রেও গিয়েছিলেন তিনি।
‘লিও’, ‘মার্শাল’, ‘সরকার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার এই নায়কের রাজনীতিতে আগমনটাও হয়েছে বেশ নায়কোচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ক্ষমতাসীন ডিএমকে-কে এক কঠিন পরীক্ষার মুখে ফেলতে চলেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0