বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘লাফটার কুইন’-এর জীবনের না বলা যন্ত্রণা

বাসটি দুধবিক্রেতাদের ভিড়ে ঠাসা থাকত। সেই ভিড়ের সুযোগ নিয়েই প্রতিদিন অশালীনভাবে তাঁর শরীর স্পর্শ করা হতো।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: যাঁর হাসিতে আজ কোটি কোটি দর্শক মুগ্ধ হন, সেই ‘লাফটার কুইন’ ভারতী সিংয়ের কৈশোর কেটেছে এক ভয়াবহ এবং যন্ত্রণাময় অভিজ্ঞতার মধ্যে দিয়ে। সম্প্রতি এক আলোচনায় তিনি জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে প্রায় আড়াই বছর ধরে, প্রতিদিন বাসে যাতায়াতের সময় তিনি যৌন হেনস্থার শিকার হতেন। তবে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, প্রথমদিকে তিনি বুঝতেই পারতেন না যে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্পর্শ করা হচ্ছে।

ভারতী বলেন, কৈশোরে যখন তাঁর পরিবারে টাকার অভাব ছিল, তখন তিনি কলেজে কমেডি স্কিট করে অর্থ উপার্জন করতেন। এর জন্য তাঁকে সপ্তাহে তিনদিন ভোর ৫টার বাসে করে বিভিন্ন কলেজে যেতে হতো।

তিনি বলেন, “সেই বয়সে আমি ‘গুড টাচ-ব্যাড টাচ’ ব্যাপারটাই জানতাম না। আজকের মেয়েরা স্কুলেই এসব শেখে, কিন্তু আমাদের সময়ে কেউ বলেনি।”

তিনি আরও জানান, বাসটি দুধবিক্রেতাদের ভিড়ে ঠাসা থাকত। সেই ভিড়ের সুযোগ নিয়েই প্রতিদিন অশালীনভাবে তাঁর শরীর স্পর্শ করা হতো। ভারতী বলেন, সরল থাকার কারণে তিনি প্রথমে ভাবতেন, “লোকটা হয়তো পড়ে যাচ্ছিল, তাই শরীরের ওখানে হাত পড়েছে।”

তাঁর এই ভুল ভাঙে প্রায় দেড় থেকে দুই বছর পর। তিনি বলেন, “প্রায় দেড়-দুই বছর পর বুঝেছিলাম, এসব কোনও দুর্ঘটনা নয়, আমাকে ইচ্ছে করেই স্পর্শ করা হচ্ছে।”

ভারতী জানান, সেই সময়ে পরিবার বা সমাজে এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা হতো না, যা তাঁকে আরও অসহায় করে তুলেছিল।

আজ ভারতী সিং ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কমেডিয়ান। সম্প্রতি তিনি ‘লাফটার শেফস ২’-এর সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করছেন। তাঁর এই সাহসী স্বীকারোক্তি আরও একবার প্রমাণ করলো, হাসির আড়ালে তিনি কতটা কঠিন পথ পেরিয়ে আজকের এই জায়গায় পৌঁছেছেন।

বাংলাফ্লো/এইচএম 

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0