এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুই বাংলায় সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ডিয়ার মা’ চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে প্রশংসিত হওয়ার পর, এবার উত্তর আমেরিকা থেকেও সুখবর পেলেন তিনি। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমাটি যুক্তরাষ্ট্র এবং কানাডায় সফলভাবে প্রদর্শিত হওয়ার পর, দর্শকদের বিপুল চাহিদার কারণে আরও বেশ কয়েকটি নতুন শহরে মুক্তি পেতে চলেছে।
উত্তর আমেরিকায় ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস-এর পক্ষ থেকে পাঠানো একটি চিঠি জয়া আহসান তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। সেই চিঠিতে জানানো হয়েছে, প্রথম পর্বের প্রদর্শনী শেষে তাঁরা আমেরিকা ও কানাডার বহু শহর থেকে ছবিটি দেখানোর জন্য আবেদন পাচ্ছেন।
চিঠিতে লেখা হয়েছে, “আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আর প্রশংসায় স্নাত... ‘ডিয়ার মা’ আপনাদের হৃদয়ে ঠাই করে নিয়েছে বলেই আমাদের বিশ্বাস। আমরা বহু শহর থেকে আবেদন-আকুতি পেয়েছি ছবিটি দেখাবার জন্য।”
পরিবেশক সংস্থাটি জানিয়েছে, এই সপ্তাহ থেকেই বোস্টন, সান ফ্রান্সিসকো, সিয়াটল, পোর্টল্যান্ডসহ আরও বেশ কয়েকটি শহরে পর্যায়ক্রমে ছবিটি চলবে।
দারুণ এক সময় পার করছেন জয়া আহসান। এই বছর ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি বড় সিনেমা— রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’। এর আগে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’। কলকাতায়ও মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’। সব মিলিয়ে, জয়ার ক্যারিয়ারে এটি অন্যতম এক সফল বছর।
‘ডিয়ার মা’ সিনেমাটি নিয়ে জয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের।” জয়ার এই মায়ের গল্পই এখন দেশের সীমানা পেরিয়ে প্রবাসীদের হৃদয় জয় করছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0