শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

১ কোটি টাকা যৌতুক নিয়েও স্ত্রীকে বানাতে চান নোরা ফাতেহি

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করতেন এবং বিশেষ কিছু খেতে দিতেন না। স্ত্রী রাজি না হলে, তাঁকে দিনের পর দিন অভুক্ত রাখা হতো। কথায় কথায় কটূক্তি করে বলতেন, তিনি নোরা ফাতেহির মতো সুন্দর কাউকে বিয়ে করতে পারতেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো আকর্ষণীয় চেহারা এবং শারীরিক গঠন দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা জোর করে ব্যায়াম করানো, খেতে না দেওয়া এবং যৌতুকের জন্য দিনরাত নির্যাতন— এমনই সব ভয়ংকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র চাঞ্চল্য এবং সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এবং এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম শিবম উজ্জ্বল, যিনি গাজিয়াবাদের একটি সরকারি স্কুলের শরীর শিক্ষার শিক্ষক। চলতি বছরের ৬ মার্চ শানু নামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়।

শানুর অভিযোগ, বিয়ের পর থেকেই শিবম তাঁকে নোরা ফাতেহির মতো দেখতে হওয়ার জন্য চাপ দিতে থাকেন। তিনি শানুকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করতেন এবং বিশেষ কিছু খেতে দিতেন না। স্ত্রী রাজি না হলে, তাঁকে দিনের পর দিন অভুক্ত রাখা হতো। কথায় কথায় কটূক্তি করে বলতেন, তিনি নোরা ফাতেহির মতো সুন্দর কাউকে বিয়ে করতে পারতেন।

শানুর আরও অভিযোগ, তাঁর স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত এবং তিনি এতে আপত্তি করলেই তাঁর ওপর নির্যাতন চালানো হতো।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে শানুর পরিবার শিবমকে প্রায় ৭৬ লাখ রুপির যৌতুক দিয়েছিল। এর মধ্যে ছিল ১৬ লাখ রুপির গয়না, ২৪ লাখ টাকার একটি মাহিন্দ্রা স্করোপিও গাড়ি এবং নগদ ১০ লাখ টাকা,যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার সমান, এত বিপুল পরিমাণ যৌতুক পাওয়ার পরেও, শিবমের নির্যাতন এবং চাহিদা থামেনি বলে অভিযোগ।

শানু ভেবেছিলেন, বিয়ের পর তাঁর জীবন সুখের হবে, কিন্তু কিছুদিন পরই তাঁর সেই স্বপ্ন ভেঙে যায়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। 

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0