শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

ছোট পর্দার সাদিয়া, বড় পর্দার সাহসী ‘নায়িকা’

যেখানে স্বামীকে প্যারালাইজড হয়ে যাওয়ার পর তাঁকে পুরো মাদক ব্যবসা সামলাতে হয় এবং এর জন্য স্থানীয় ওসির সঙ্গেও আপত্তিকর সম্পর্ক বজায় রাখতে হয়।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করলেও, ২০২১ সালে রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এক সাহসী রূপে আবির্ভূত হয়েছিলেন অভিনেত্রী সাদিয়া তানজিন। সেই সিনেমায় একজন মাদক ব্যবসায়ীর স্ত্রীর ভূমিকায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ধরনের একটি সাহসী চরিত্রে অভিনয় করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর স্বামীর, যাঁর অনুপ্রেরণাতেই তিনি কাজটি করতে রাজি হয়েছিলেন।

সাদিয়া তানজিন বলেন, তিনি বরাবরই একটু ভিন্ন ধরনের কাজ করতে ভালোবাসেন। কিন্তু ‘পদ্মাপুরাণ’-এর চরিত্রটি নিয়ে তিনি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি বলেন, “এমন একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসার পরে নির্মাতার সঙ্গে কথা বলে দুইদিন সময় নিই। আমি চেয়েছিলাম কাজটা করব না। কিন্তু গল্পটা পছন্দ হয়েছিল।”

তিনি আরও যোগ করেন, দর্শকরা সাধারণত শিল্পীদের পর্দায় যেভাবে দেখেন, সেভাবেই ভাবতে অভ্যস্ত। শাবানা বা রীনা খানের উদাহরণ টেনে তিনি বোঝান, এস্টাবলিশড ইমেজ ভেঙে নতুন কিছু করাটা কতটা ঝুঁকিপূর্ণ।

এই দ্বিধার সময়েই তিনি বিষয়টি তাঁর স্বামীর সঙ্গে শেয়ার করেন। সাদিয়া বলেন, “সে আমাকে বলে, অবশ্যই তুমি কাজটা করবে। তুমি যে অভিনয় পারো, তোমার যে অভিনয়ের একটা যোগ্যতা আছে, সেটাই তো প্রকাশ করবা।” স্বামীর এই একটি কথাই তাঁর সব দ্বিধা দূর করে দেয়।

সিনেমায় তাঁর চরিত্রটি ছিল এমন, যেখানে স্বামীকে প্যারালাইজড হয়ে যাওয়ার পর তাঁকে পুরো মাদক ব্যবসা সামলাতে হয় এবং এর জন্য স্থানীয় ওসির সঙ্গেও আপত্তিকর সম্পর্ক বজায় রাখতে হয়। সাদিয়া ভেবেছিলেন, দর্শকরা হয়তো তাঁকে এই চরিত্রে নেতিবাচকভাবে নেবেন। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক তার উল্টো। সবাই তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0