এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রবীন্দ্রসংগীত, লোকগান কিংবা আধুনিক গান— সব ক্ষেত্রেই যাঁর অবাধ বিচরণ, তিনি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। গান নিয়ে তিনি যতটা আলোচিত,তারও চেয়ে বেশি আলোচনা চলে তাঁর ব্যক্তিগত জীবন এবং প্রেম নিয়ে,সেগুলো নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি গায়িকা মেখলা দাসগুপ্তের পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে এসে ইমন তাঁর প্রাক্তন সম্পর্কগুলো নিয়ে খোলামেলা এবং পরিণত আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর জীবনের প্রাক্তন মানুষগুলোর প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই, বরং রয়েছে কৃতজ্ঞতা।পডকাস্টে ইমন চক্রবর্তী বলেন, “প্রত্যেকটা প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। যখন কোনও নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম হয়েছি, তা হতে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা কৃতিত্ব তাদেরকেই দেব।”
তিনি আরও যোগ করেন, “দু’জন দম বন্ধ করে থাকার চেয়ে মুক্ত বাতাসে উড়ে বেড়ানো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।”
প্রাক্তনদের উদ্দেশে এক বার্তায় ইমন বলেন, “যারা আমার জীবনে এসেছেন তাদের ধন্যবাদ। তারা যেহেতু সকলে সঙ্গীত জগতের মানুষ, তাই প্রত্যেকের চিন্তাভাবনা ও জীবনদর্শন আলাদা ছিল। তাদের সঙ্গে থেকে আমি গানের ক্ষেত্রেও বিবর্তিত হয়েছি।”
তিনি আরও বলেন, “তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে সুখে আছি। আমরা সকলে যেন সুস্থ ও ভালো থাকতে পারি সেটাই চাই।”
উল্লেখ্য, একটা সময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইমনের সম্পর্ক ছিল টলিউডের অন্যতম চর্চিত বিষয়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর, ইমন বর্তমানে নীলাঞ্জন ঘোষের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
গানের পাশাপাশি, ইমন চক্রবর্তীকে সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-তে বিচারকের আসনেও দেখা গেছে। প্রাক্তন সম্পর্ক নিয়ে তাঁর এই ইতিবাচক এবং সম্মানজনক দৃষ্টিভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0