এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মাদকবিরোধী প্রচারের মুখ হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু ‘মাদকমুক্ত ভারত’-এর ডাক দিতে গিয়েই তিনি পড়েছেন তীব্র কটাক্ষ এবং সমালোচনার মুখে। সামাজিক মাধ্যমে তাঁর ভিডিও বার্তাটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা বলিউড এবং মাদক নিয়ে নানা ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এনসিবি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আলিয়া ভাটের ভিডিওর কমেন্ট বক্সই বন্ধ করে দিতে বাধ্য হয়।
সম্প্রতি এনসিবি-র চণ্ডীগড় শাখা তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আলিয়া ভাটের একটি ভিডিও শেয়ার করে। সেখানে আলিয়াকে বলতে শোনা যায়, “মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য ভয়ঙ্কর সমস্যা। মাদককে না বলুন, আর আপনার জীবনকে বেছে নিন।” তিনি মাদকের বিরুদ্ধে দেশবাসীকে ই-শপথ নেওয়ারও আহ্বান জানান।
কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা পাল্টা আক্রমণ শুরু করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে একজন মন্তব্য করেন, “বলিউড মাদক নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, ভাবা যায়!” আরেকজন লেখেন, “আগে নিজের ঘর সামলান।” অনেকেই বলিউড তারকাদের মাদকযোগ নিয়েও প্রশ্ন তোলেন।
সামাজিক মাধ্যমে এই লাগাতার কটাক্ষের মুখে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আলিয়া ভাটের ভিডিওটির কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে, যাতে আর কোনো নেতিবাচক মন্তব্য করা না যায়।
উল্লেখ্য, আলিয়া ভাটকে সর্বশেষ ‘জিগরা’ সিনেমায় দেখা গেছে। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে দেখা যাবে তাঁকে। তবে এনসিবি-র মতো একটি সরকারি সংস্থার প্রচারে এসে তাঁর এমন সমালোচনার শিকার হওয়াটা নিঃসন্দেহে এক বিড়ম্বনার বিষয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0