শনিবার, ২৩ আগস্ট ২০২৫

একতা কাপুরের নতুন ‘রাগিনী’ হচ্ছেন তামান্না!

২০১১ সালে ‘রাগিনী এমএমএস’-এর প্রথম পর্ব মুক্তি পায়। এরপর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’ এবং ২০১৯ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস রিটার্নস’।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের অন্যতম আলোচিত এবং সফল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে বড় পর্দায়। সিরিজের প্রথম ছবিতে ছিল টানটান উত্তেজনা, দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি যোগ করেছিল গ্ল্যামারের ছোঁয়া। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব, ‘রাগিনী এমএমএস থ্রি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবির প্রযোজক একতা কাপুর ইতোমধ্যেই এই নতুন কিস্তি নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক একতা কাপুর অনেকদিন ধরেই ‘রাগিনী এমএমএস’-এর তৃতীয় পর্ব বানানোর কথা ভাবছিলেন এবং অবশেষে তিনি একটি উপযুক্ত গল্প পেয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একতা কাপুর ছবির চিত্রনাট্য নিয়ে তামান্না ভাটিয়ার সঙ্গে আলোচনা করেছেন এবং ছবির ভৌতিক এবং রহস্যময় টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি বেশ অবাক ও উচ্ছ্বসিত হয়েছেন।

সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষের দিকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগের কিস্তিগুলোর মতোই, এই ছবিতেও জমজমাট গান থাকবে বলে আশা করা হচ্ছে, যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে।

উল্লেখ্য, ২০১১ সালে ‘রাগিনী এমএমএস’-এর প্রথম পর্ব মুক্তি পায়। এরপর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’ এবং ২০১৯ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস রিটার্নস’। এবার তামান্না ভাটিয়ার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর সংযোজন ফ্র্যাঞ্চাইজিটিকে এক নতুন মাত্রা দেবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0