শনিবার, ২৩ আগস্ট ২০২৫

হোটেলের বেডরুমে বোল্ড এবং আবেদনময়ী জয়া

তাঁকে এক বিলাসবহুল হোটেলের বেডরুমে, হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের একটি স্লিক রোব পরা অবস্থায় দেখা গেছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করলেন, কেন তিনি সৌন্দর্য এবং আবেদনে সমসাময়িকদের চেয়ে অনেকটাই এগিয়ে। সম্প্রতি তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। ছবিগুলোতে তাঁকে এক বিলাসবহুল হোটেলের বেডরুমে, হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের একটি স্লিক রোব পরা অবস্থায় দেখা গেছে। 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানের আকর্ষণীয় এবং আবেদনময়ী ভঙ্গিমা বিশেষভাবে নজর কেড়েছে। বিশেষ করে, বিছানায় আধশোয়া অবস্থায় দেওয়া তাঁর পোজটি অভিনেত্রীর ‘বোল্ড লুক’-কে আরও বাড়িয়ে দিয়েছে। ছবিগুলোতে তাঁর সঙ্গে তাঁর মেকআপ টিমকেও দেখা যায়, যা থেকে ভক্তরা ধারণা করছেন, এটি হয়তো তাঁর আসন্ন কোনো কাজের ফটোশুটের অংশ।

জয়া ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, “আমার কাজের জায়গা থেকে।”— যা তাঁর ভক্তদের কৌতূহলকে আরও উস্কে দিয়েছে।

ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা একদিকে যেমন জয়ার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনই অনেকেই তাঁর বয়সের সঙ্গে সৌন্দর্যের এই অসামান্য ভারসাম্য দেখে চমকে গেছেন। মন্তব্য ঘরে কেউ লিখেছেন, “বয়স যেন আপনার জন্য একটি সংখ্যা মাত্র,” আবার কেউ লিখেছেন, “চিরসবুজ এবং অনবদ্য।”

সব মিলিয়ে, জয়া আহসানের এই নতুন লুক আরও একবার প্রমাণ করলো, তিনি শুধু অভিনয়েই নন, গ্ল্যামার এবং সাহসিকতাতেও নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন।


বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0