এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কয়েক মাস আগেই যে গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন, এবার সেটাই সত্যি হতে চলেছে! বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘদিনের সংসারে ভাঙনের সুর। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, গোবিন্দর বিরুদ্ধে পরকীয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বান্দ্রা আদালতে ডিভোর্সের জন্য মামলা দায়ের করেছেন সুনীতা। এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে সুনীতার সাম্প্রতিক একটি ভ্লগ, যেখানে তিনি মন্দিরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন।
সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনো আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা আমার সে কথা শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, সে কখনোই ভালো থাকবে না।’
আর এখান থেকেই জোরালো হয় সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদের জল্পনা। শোনা যাচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা।
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দ ও তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, ‘যারা বিচ্ছেদের কথা বলছেন, তাদের প্রশ্ন করুন সত্যি? যদি কারো সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0