এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিশ্বখ্যাত গ্র্যামি পুরস্কার বিজয়ী র্যাপার লিল নাস এক্সকে লস অ্যাঞ্জেলেসের রাস্তা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে তাঁকে শুধু অন্তর্বাস পরা অবস্থায় ভেনচুরা বুলেভার্ডে অস্বাভাবিকভাবে ঘুরতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাঁকে গ্রেপ্তারের পর সম্ভাব্য মাদক ওভারডোজের কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে তারা খবর পায়, এক ব্যক্তি অস্বাভাবিক ভঙ্গিতে রাস্তায় হাঁটছেন। ঘটনাস্থলে পৌঁছে তারা নিশ্চিত হয়, তিনি আর কেউ নন, জনপ্রিয় শিল্পী লিল নাস এক্স।
পুলিশের অভিযোগ, তারা কথা বলতে চাইলে লিল নাস এক্স আক্রমণাত্মক আচরণ করেন, যার ফলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা দেখে, পুলিশ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, মার্কিন গণমাধ্যম টিএমজেড এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, লিল নাস এক্স শুধু অন্তর্বাস ও কাউবয় বুট পরে রাস্তায় নাচছেন এবং পথচারীদের উদ্দেশে বলছেন, “পার্টিতে চলে আসো।” যদিও ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এই বিষয়ে লিল নাস এক্স-এর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনায় তাঁর অগণিত ভক্তরা তাঁর স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0