এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর থেকেই তাঁদের দাম্পত্য জীবন এবং বিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক সুনীল দর্শন, যিনি কারিশমাকে খুব কাছ থেকে চেনেন বলে দাবি করেন। তিনি জানিয়েছেন, ভাঙা মন নিয়ে মায়ের কথায় বিয়ে করাটাই ছিল কারিশমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং এই ভুলের জন্য তাঁকে আজীবন খেসারত দিতে হবে।
সুনীল দর্শন জানান, অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পর কারিশমা কাপুর মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। সেই ধাক্কা ভুলতেই তিনি মায়ের কথায় তড়িঘড়ি করে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। পরিচালক বলেন, “ভাঙা মন জুড়তে মায়ের কথা শুনে সম্পূর্ণ অপরিচিত একজনকে জীবনসঙ্গী বেছে নেওয়া ভুল হয়েছিল অভিনেত্রীর।”
সুনীল আরও দাবি করেন, সঞ্জয়ের জীবনে কারিশমা একজন সাজানো-গোছানো ‘ট্রফি’ ছাড়া আর কিছুই ছিলেন না। তিনি বলেন, “জীবনযাপনে, শিক্ষায়, সংস্কৃতিতে ও মানসিকতায় দিল্লি আর মুম্বাই একেবারেই পৃথক। কারিশমা নিজে প্রচণ্ড সংস্কৃতিমনস্ক, সমৃদ্ধ পরিবারের সন্তান। কিন্তু দিল্লিতে যে ধারায় জীবন চলে তার সঙ্গে মানানসই নয়। তাই হাজার চেষ্টা করেও শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী।”
পরিচালকের মতে, এই ভুলের আঁচ পেয়েছিলেন একমাত্র কারিশমার বাবা, বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। সুনীল বলেন, “কেবল তার বাবা, রণধীর কাপুর বুঝেছিলেন, তার মেয়ে মস্ত ভুল করতে চলেছেন। তিনি বাধাও দিয়েছিলেন। মেয়ে এবং মেয়ের মা তার কথা শোনেননি।”
সব মিলিয়ে, সুনীল দর্শনের এই মন্তব্য কারিশমা কাপুরের ব্যক্তিগত জীবনের এক যন্ত্রণাময় অধ্যায়কে আবার সামনে নিয়ে এলো, যেখানে একটি ভুল সিদ্ধান্তই তাঁর জীবনকে দুর্বিষহ করে তুলেছিল বলে দাবি করা হচ্ছে ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0