এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়েই তিনি তাঁর অনবদ্য অভিনয় এবং মায়াবী রূপ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু যে তটিনী আজ অভিনয়ের ঝলমলে দুনিয়ায় আলো ছড়াচ্ছেন, তিনি কখনোই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। তাঁর ইচ্ছা ছিল একজন গাইনি ডাক্তার হওয়ার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী জানান, ছোটবেলা থেকেই তাঁর ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন এবং নীলফামারী মেডিকেল কলেজে পড়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু বরিশালের মেয়ে হওয়ায়, তাঁর ইচ্ছা ছিল বরিশাল মেডিকেলেই পড়ার। সেখানে সুযোগ না পাওয়ায়, তিনি ডাক্তারি পড়ার স্বপ্ন ছেড়ে দেন এবং পরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।
পড়াশোনার মাঝেই বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে তাঁর যাত্রা শুরু হয়। এরপর নাটক, ওয়েব ফিল্ম এমনকি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তবে বড় পর্দায় অভিষেক হলেও, তিনি থিতু হয়েছেন নাটকেই।
এই বিষয়ে তটিনী বলেন, “বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছি না। কারণ, বড় পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি বেশি দিন হয়নি। নাটকে আমার আরও দর্শক হোক।” তিনি আরও জানান, ভালো গল্প এবং শক্তিশালী চরিত্রের প্রস্তাব পেলেই তিনি ভবিষ্যতে সিনেমায় নিয়মিত কাজ করবেন।
সব মিলিয়ে, তটিনীর এই পরিণত দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, তিনি জনপ্রিয়তার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে, বরং নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করেই দীর্ঘ পথ পাড়ি দিতে চান।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0