এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘পিঙ্ক’-এ দৃঢ় কণ্ঠস্বর, ‘থাপ্পড়’-এ নারীর আত্মমর্যাদার লড়াই কিংবা ‘হাসিন দিলরুবা’-তে রহস্যময়ী চরিত্র— বলিউডে তাপসী পান্নু পরিচিত পরীক্ষামূলক এবং সিরিয়াস ঘরানার অভিনয়ের জন্য। তবে এবার তিনি পা রাখছেন সম্পূর্ণ নতুন এক জগতে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন মুদাস্সর আজিজ প্রযোজিত এবং অমিত রায় পরিচালিত নতুন কমেডি সিনেমা ‘জামানা কিয়া কাহেগা’-তে, যেখানে তাঁকে এক প্রাণবন্ত এবং বুদ্ধিদীপ্ত চরিত্রে দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ছবিতে তাপসী পান্নুর সঙ্গে আরও অভিনয় করবেন ফারদিন খান এবং অম্মি ভির্ক। তবে পুরো গল্পটি তাপসীর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে।
‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘পতি পত্নী অউর ওহ’-এর মতো সফল কমেডি সিনেমার নির্মাতা মুদাস্সর আজিজ এবার প্রযোজকের আসনে। তিনি জানান, গত বছর ‘খেল খেল মে’ সিনেমার সেটে আড্ডার সময়ই তিনি তাপসীকে এই সিনেমার গল্পটি শোনান এবং গল্পটি শুনেই তাপসী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। মুদাস্সরের মতে, তাপসীর প্রাণবন্ত অভিনয় এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এই কমেডি চরিত্রটিকে এক ভিন্ন মাত্রা দেবে।
এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে বলিউডের প্রখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের। এর আগে তিনি ‘ডঙ্কি’, ‘অ্যানিমাল’, ‘দেবা’-র মতো বড় বড় সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।
জানা গেছে, ‘জামানা কিয়া কাহেগা ’ সিনেমার দৃশ্যধারণ হবে ভারত এবং যুক্তরাজ্যে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিরিয়াস ইমেজ ভেঙে তাপসীকে কমেডি চরিত্রে দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0