বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দেবের জন্য ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন শুভশ্রী

বিচ্ছেদের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, সবার সামনে হাসিখুশি থাকলেও, আড়ালে গিয়ে প্রতি পাঁচ মিনিট অন্তর বাথরুমে কাঁদতেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘ধূমকেতু’ সিনেমার হাত ধরে প্রায় এক দশক পর যখন আবারও পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, ঠিক তখনই নতুন করে ভাইরাল হয়েছে শুভশ্রী গাঙ্গুলীর এক পুরোনো সাক্ষাৎকার। যেখানে তিনি দেবের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাঁর ভয়াবহ মানসিক যন্ত্রণার কথা অকপটে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বিচ্ছেদের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, সবার সামনে হাসিখুশি থাকলেও, আড়ালে গিয়ে প্রতি পাঁচ মিনিট অন্তর বাথরুমে কাঁদতেন।

জি বাংলার রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে দেওয়া সেই সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। ‘পরাণ যায় জ্বলিয়া রে…’ ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।”

তিনি জানান, যে সম্পর্কের জন্য তিনি ক্যারিয়ার ত্যাগ করেছিলেন, সেই সম্পর্কটিই যখন টেকেনি, তখন তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন।

শুভশ্রী বলেন, “সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।”

তবে জীবনের সেই কঠিন সময়ই তাঁকে নতুন করে শক্তি জুগিয়েছে। তিনি বলেন, “যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।”

খারাপ অভিজ্ঞতা সত্ত্বেও, ভালোবাসা নিয়ে তাঁর বিশ্বাস আজও অটুট। বর্তমানে তিনি পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন। দেবের সঙ্গে তাঁর অতীত সম্পর্ক তিক্ততায় শেষ হলেও, ‘ধূমকেতু’র হাত ধরে তাঁদের পেশাদারী প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন দর্শকরা।

 বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0