এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বেশ কিছুদিন ধরেই টালিউড ও ঢালিউডের বাতাসে ভাসছিল পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে দূরত্বের গুঞ্জন। কিন্তু সব জল্পনাকে এক ফুৎকারে উড়িয়ে দিলেন সৃজিত নিজেই। স্ত্রী মিথিলার পিএইচডি ডিগ্রি অর্জনের বিরাট সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি প্রমাণ করলেন, তাঁদের সম্পর্ক অটুট রয়েছে। মিথিলার এই অর্জনে তিনি এতটাই খুশি যে, সামাজিক মাধ্যমে তাঁকে “অবিশ্বাস্য অর্জন” বলে অভিনন্দন জানিয়েছেন।
অভিনেত্রী, উন্নয়নকর্মী, গায়িকা— এমন বহু পরিচয়ের পর রাফিয়াত রশিদ মিথিলা এবার যুক্ত করলেন আরও এক নতুন অর্জন। তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এর মাধ্যমে তাঁর নামের আগে এখন আনুষ্ঠানিকভাবে ‘ডক্টর’ উপাধি যুক্ত হলো।
মিথিলার শিক্ষাজীবন বরাবরই উজ্জ্বল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেলসহ দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। অভিনয়, চাকরি, সংসার এবং সন্তান সামলানোর পাশাপাশি তাঁর এই শিক্ষাগত সাফল্য অনেককেই অনুপ্রেরণা জোগাচ্ছে।
স্ত্রীর এই বিরাট অর্জনের খবরটি পরিচালক সৃজিত মুখার্জি নিজেই তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন। তিনি মিথিলার পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”
সৃজিতের এই একটি পোস্টই যেন তাঁদের সম্পর্ক নিয়ে সব গুঞ্জনে জল ঢেলে দিয়েছে। এর আগেও তিনি মিথিলা ও তাহসানের মেয়ে আইরার অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বুঝিয়ে দিয়েছেন, পরিবারের প্রতি তিনি কতটা যত্নশীল।
সব মিলিয়ে, মিথিলার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, বরং এটি তাঁদের সুখী দাম্পত্যের এক সুন্দর প্রতিচ্ছবি হিসেবেও ভক্তদের সামনে উঠে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0